স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ পাবনা ও নাটোর জেলা হলো কৃষ্টি কালচারের স্থান যেখানে বই মেলার আয়োজন করে প্রমাণ আয়োজকরা প্রমাণ করেছেন বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধু সকল মানুষের মধ্যে বেঁছে আছেন বলে মন্তব্য করেছেন, চলচ্চিত্র নায়ক আব্দুল গফুর পাঠান ফারুক এমপি । শুক্রবারর রাতে ঈশ্বরদীর মুলাডুলি ও নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নের যৌথ উদ্যোগে একুশে গ্রন্থাগারের পক্ষ থেকে আয়োজিত রাজাপুর বই মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক ও প্রকৃতি গবেষক মাহবুব সিদ্দিকী,রাবির অধ্যাপক গোলাম সরওয়ার,এডওয়ার্ড কলেজের সহঃঅধ্যাপক আনোয়ারুল হোসেন,লেখক ও স্থানীয় সরকার গবেষক মোশারফ হোসেন মুসা ও চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শরীফ মাহমুদ সিদ্দিকী। বই মেলার সভাপতি সেলিম মালিথার সভাপতিত্বে বক্তব্য দেন,একুশে গ্রন্থাগারের সভাপতি আব্দুস সালাম,একুশে গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শামসুর রহমান শাহীন,ফারুক হোসেন সহ অন্যরা। অতিথিরা মেলার বুক স্টল পরিদর্শণ করেন। পরে মেলার উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজার হাজার বইপ্রেমি মানুষের ভীড় জমে মেলা মাঠে।