চিকনাই থিয়েটারের তিন দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

“হয়নি জয় যুদ্ধরত,মঞ্চে যুদ্ধ অবিরত” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এ ¯েøাগানে পাবনার চাটমোহরের মূলগ্রামে চিকনাই থিয়েটারের তিন দিন ব্যাপী ১২তম নাট্য উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল দশটায় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম এ নাট্য উৎসব উদ্বোধন করেন। এসময় আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিকেলে এ অনুষ্ঠানে যোগ দেন প্রধান অতিথি পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার ও মূলগ্রাম ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল। এ ছাড়াও চাটমোহর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। চিকনাই থিয়েটারের সভাপতি আব্দুস ছালাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এ নাট্য উৎসবে অন্তর্দাহ, কহে প্রাকৃত জন, স্বপ্ন কর্ষক, বাবুদের ডাল কুকুরে, স্বীকৃতি ও শেষ পরিণতি নাটক প্রদর্শনসহ নাচ, গান, আবৃতি, কুইজ (জ্ঞানজিজ্ঞাসা) ও জারীগান অনুষ্ঠিত হবে।