মুক্ত করে দেওয়া যদি এতই সহজ হতো
মনের সাথে যুদ্ধ কেন করছি অবিরতো ?
মানিয়ে চলি, ভালবাসা নেইতো আগের মতো
বুকের মাঝে থরে থরে হাজার হাজার খতো।
মক্তিকামী পাখী ভাবে আকাশ দূরে কতো
ছুঁইবো আমি গগন খানি আসুক বাঁধা শতো
পালক আছে, ইচ্ছে মতো উড়বো খুশি যতো
সাধ্য কার আটকে রাখে করে অবনতো।
আত্মসুখে বিভোর হওয়া ভাল কি এতো?
শিকড় বাঁকর আছে একটু ভেবো অন্ততো
হিলিয়ামে ভর্তি বেলুন কোথায় যায় বলোতো?
এই ধরাতেই ফিরে আসে হয়ে ক্ষত বিক্ষতো।