সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একুশের প্রথম প্রহরে সড়ক দুর্ঘটনায় ট্র্যাকের চাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছে। ঘাতক ট্র্যাক ও চালককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে এনজিও কর্মী মিজানুর রহমান কর্মস্থল উপজেলার ফলগাছা আশা অফিস থেকে মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ-রংপুর সড়ককে উপজেলার শান্তিরাম ইউনিয়নে ক্ষত্রিয়পাড়া গ্রামের নিজ বাড়ি যাচ্ছিল। প্রতি মধ্যে উপজেলার বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁচ্ছালে একই দিক থেকে আসা মালবাহী একটি ট্র্যাক (ঢাকা-মেট্রো-ট-২২-৫১২০) তাকে চাপা দেয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিটার এটিএম গোলাম মোস্তফা সঙ্গীয় কর্মী বাহিনী নিয়ে ঘটনাস্থানে উপস্থিত হয়ে মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা দেয়। মিজানুর রহমান ক্ষত্রিয়পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। এরই একপর্যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক শফিকুল ইসলাম ইয়াকুব আলীকে আটক এবং ট্র্র্যাকটি জব্দ করে থানা নিয়ে আসে। চালক ইয়াকুব আলী পাশ্ববর্তী পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের মোফাজ্জল হক জালালের ছেলে। থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লাহিল জামান জানান, চালককে আটক ও ট্র্যাকটিকে জব্দ করা হয়েছে।