ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ঈশ্বরদীতেও যথাযথযোগ্য
মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জাতীয় সাংবাদিক সোসাইটি,ঈশ^রদী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন,পাকশী রেল, পাবনা চিনি মিল, ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী পৌরসভা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা
ইনস্টিটিউট, আঞ্চলিক কৃষি গবেষণা ও ডাল গবেষণা কেন্দ্র, আওয়ামীলীগ, বিএনপি, জাসদ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য
অর্পন, সকালে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, উপজেলা পরিষদে আলোচনা সভা, পুরস্কার বিতরণী বিভিন্ন প্রতিযোগিতা, মসজিদ-মন্দির-গির্জা ও উপাসনালয়ে ভাষা শহীদদের
আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সোসাইটির কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান
বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ^াস
,মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ডিজি আমজাদ হোসেন, পাকশী রেলের ডিআরএম আসাদুল হক,সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না, ,চাউল কল গ্রুপের সভাপতি ফজলুর রহমান
মালিথা,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাতটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সদস্য, বিশিষ্ট
ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।