গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা লাইন ডিপাটমেন্টের সাথে নারী কৃষি
উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস
ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্প ও একশনএইড বাংলাদেশের
বাস্তবায়নে ইকেএন এর অর্থায়নে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার
আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা
ফজলুল করিম, বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলতাফ হোসেন,
বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ,
এসকেএস ফাউন্ডেশনের কো-অডিনেটর অপারেশন সুরুজ আলী সরকার, প্রকল্প
সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও রুমা খাতুন, এফএফ হোসনো
আরা বেগম, কৃষি নারী উদ্যোক্তা মিতি বেগম, মিলি বেগম সিভি জয়গুন বেগম
প্রমূূখ। কর্মশালার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক সমূহ তুলা
ধরা হয়। নারী কৃষি উদ্যোক্তারা কিভাবে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর হতে
সহায়তা পাবে সে বিষয় নিয়ে কর্মশালায় ব্যাপক আলোচনা করা হয়।