মৌলভীবাজারে রাস্থার উপর অবৈধ স্ট্যান্ড

অবৈধ স্ট্যান্ড আর দখলে মৌলভীবাজার টু শমসেরনগর সড়ক। পুরো সড়ক জুড়ে গড়ে উঠেছে অটোরিকসা, সিএনজি‘র অবৈধ স্ট্যান্ড। সড়কের দুই পাশে যত্রতত্র ভাবে রাখা হচ্ছে গাড়ি। এতে যানজট লেগেই থাকে প্রতিদিন। পদে পদে জন ভোগান্তি বেড়েছে। শমসেরনগর সড়কে শহরে প্রবেশ পথে দৈনদিন ন্যায্য মূল্যর সদাই-পাতি, রকমারি খাদ্যপণ্য, নিত্য পণ্য ও শিশু পণ্যেসহ প্রয়োজনীয় জিনিষপত্র কিনতে আসা লোকজন পড়ছেন চরম দুর্ভোগে। এমন বেহাল দশায় বিড়ম্বনায় পড়ছেন সড়ক পথের উপকার ভোগীরা। একদিকে সিএনজি অটোরিকশা চালকদের বেপরোয়া আচরণ, স্কুল কলেজের ছাত্রীদের সাথে নিয়মিত ইভটিজিং, ইচ্ছেমতো ভাড়া আদায়, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করানো, অতিরিক্ত যাত্রী বহন, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার। অপরদিকে, রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালীদের আস্কারায় সড়কে অনিয়ম-বিশৃঙ্খলা চলছে আগের মতোই। সড়কে শৃঙ্খলা ফেরানোর সব চেষ্টাই ভেস্তে গেছে। প্রধান প্রধান সড়কগুলো অবৈধ ভাবে চলে যাচ্ছে তাদের দখলে। এ কারণেই সার্বক্ষণিক লেগে থাকা যানজটে বাড়ছে জনদূর্ভোগ। প্রতিনিয়ত এমন দূর্ভোগে জনগণ নাকাল হলেও নেই কোন প্রতিকার। এ নিয়ে দূর্ভোগ গ্রস্থদের ক্ষোভ ও অভিযোগের অন্ত নেই। জেলার প্রতিটি উপজেলা শহর ও হাট বাজার গুলোতেও প্রতিদিনই এমন দূর্ভোগের দৃশ্য চোখে পড়ে। কিন্তু সংশি¬ষ্ট কর্তৃপক্ষ রহস্য জনক কারণে রয়েছেন উদাসীন। জানা গেছে- এ পথ দিয়ে চাতলাপুর চেক পোস্ট, হাম-হাম জলপ্রভাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেইক, ভ্যাট অফিস, কাস্টম অফিস, শাহমোস্তফা কলেজ, মৎস্য অফিস, পাসপোর্ট অফিস, মাতারকাপন চক্ষু হাসপাতাল, পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, প্রতিবন্ধি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ জনগুরুত্বপূর্ণ অফিসে লোকজনদের যাতায়াত। সরেজমিন গিয়ে দেখা গেল গুরুত্বপূর্ণ স্থান শমসেরনগর সড়ক, কুসুমবাগ, চৌমোহনা, কলেজ পয়েন্ট, টিসি মার্কেট, চাদঁনীঘাট, কোর্ট পয়েন্ট, বাজার টানিং পয়েন্টে গড়ে উঠেছে ভাসমান স্ট্যান্ড। সড়কের উপরে যাত্রী উঠা নামার কারনে জেলা শহরে প্রবেশ পথেই যানজটের দূর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রাফিক পুলিশও দায়সারা দায়িত্ব পালন করছে। আর দীর্ঘ যানজটে পড়ে সড়কেই মূল্যবান সময় নষ্ট হচ্ছে প্রয়োজনে শহরে আসা নানা শ্রেণী ও পেশার লোকজনের। তাছাড়া, প্রায়ই ঘটছে দূর্ঘটনা আর বাড়ছে দূর্ঘটনার ঝুঁকিও। অভিযোগ উঠেছে সড়কের জায়গায় যারা অবৈধ গাড়ি স্ট্যান্ড করেছেন তারা সংশি¬ষ্ট বড় কর্তাদের মাসোয়ারা দিয়েই বীরদর্পে তাদের এই অবৈধ দখল দ্বারিত্ব চলে। একইভাবে, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর, শ্রীমঙ্গলে অবৈধ গাড়ি স্ট্যান্ড রয়েছে। ইজিবাইক (টমটম), অটোরিকশা, সিএনজি এর ফলে জেলার সর্বত্র পদে পদে বাড়ছে জনভোগান্তি।