সোহেল রানা
বিশ্বকে তাক লাগালো,
চিন্তা করেছ কি?
সে যে আমার মাতৃভাষা,
বাংলা এনেছি।
ত্রিশ লক্ষ প্রাণ দিলো,
মা বলবে বলে,
একটি ভাষা শত আশা,
বাংলা আমার মাতৃভাষা।
কবি তার কবিতায়,
ইচ্ছে প্রকাশ করে,
একতারাতে সুর তুলে,
বাউল গেয়ে উঠে।
মাঝি তার পাল তুলে,
ভাটিয়ালি গান ধরে,
কৃষক সে তা মহাখুশি,
সোনার ফসল ফলে।
সব দেশেরি সেরা আমার,
আমার জন্মভূমি,
সকল দেশের রাণী ও গো,
আমার মাতৃভূমি।