রাশিয়ায় হামাসের জ্যেষ্ঠ নেতা, ট্রাম্পের সঙ্গে ‘আলোচনায় প্রস্তুত’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আলোচনায় বসতে প্রস্তুত। সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে এ কথা জানিয়েছেন।

আরআইএকে হামাসের পলিটব্যুরোর জ্যেষ্ঠ সদস্য মুসা আবু মারজুক বলেন, আমরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও আলোচনার জন্য প্রস্তুত।

তিনি বলেন, অতীতেও আমরা বাইডেন (প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি), ট্রাম্প বা অন্য কোনো মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে আপত্তি করিনি। আমরা সমস্ত আন্তর্জাতিক পক্ষের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফররত মারজুকের সাক্ষাৎকার আরআইএ কখন নিয়েছিল, তা স্পষ্ট নয়।

এদিকে, ট্রাম্প হুমকি দিয়েছেন, ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করবেন। পরে যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে উন্নত করবে তারা।

এই পদক্ষেপটি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রতি কয়েক দশকের মার্কিন নীতিবিরুদ্ধ কাজ।

হামাস নেতা মারজুক আরআইএকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হামাসের জন্য এক ধরনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে, কারণ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

তিনি বলেন, এ কারণেই আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানিয়েছি এবং এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।