বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী ১৮ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে শহীদ ড. শামসুজ্জোহা চত্বরের পূর্ব পাশে শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, জোহা মানে আদর্শ, জোহা মানে চেতনা, জোহা মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তিনিই প্রথম শিক্ষার্থীদের শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। শিক্ষার্থীদের বাঁচাতে জোহা নিজের জীবন বিসর্জন দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা শহীদ জোহার আত্মত্যাগের কতটা মূল্য দিতে পেরেছি? জাতীয়ভাবে এখনো তার মূল্যায়ন পাইনি।
বক্তারা আরো বলেন, শহীদ জোহা আর বর্তমান সময়ের শিক্ষকদের আদর্শ যদি মেলাতে যাই দেখা যাবে তার আদর্শের কাছে কেউ নেই। জোহা বলেছিলেন ‘আমার ছাত্রের শরীরে গুলি লাগার আগে সে গুলি আমার বুকে লাগবে।’ বসন্তে সেই দিনে তার রক্তে এই ক্যাম্পাস রঞ্জিত হয়েছে। বর্তমানে শিক্ষকরা দলদাসে পরিণত হয়েছে। তারা পদ-পদবী পাওয়ার জন্য রাজনীতিতে ব্যস্ত থাকেন। শিক্ষার্থীদের অধিকারের চেয়ে রাজনৈতিক সুবিধা তাদের কাছে বেশি গুরুত্ব পায়। মানববন্ধন থেকে ১৮ ফেব্রুয়ারিকে অনতিবিলম্বে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে ‘এক দফা এক দাবি জাতীয় শিক্ষক দিবস ১৮ফেব্রুয়ারি’, ‘জোহা দিবসকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হোক’, ‘জোহার আত্মত্যাগ বৃথা যেতে পারেনা’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী সৌমিত্র কর্মকার রানা, আইন বিভাগের সাইফুল ইসলাম বিজয়, শোভন, ইসলামের ইতিহাস বিভাগের সানিয়াত বিন মঞ্জিল, ইঞ্জিনিয়ারিং অনুষদের ওমর ফারুক প্রমুখ।
এদিকে মানববন্ধনে সংগতি জানিছেন, প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান, ফোকলোর বিভাগের প্রফেসর ড. আমিনুল ইসলাম কনক, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদাক ফয়সাল আহমেদ রুনু, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, রাবি শাখা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্থানি সেনাবাহিনীর নির্মম নির্যাতনে শহীদ হন তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা। প্রতিবছর এই দিনটিকে রাবিতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। দীর্ঘদিন যাবত দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।#