নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে পৃথক অভিযানে আট ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন
পরিমাণে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ও সোমবার সন্ধ্যায় এসব জরিমানা করা
হয়। জানা যায়, মঙ্গলবার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী
পরিচালক শামসুল আলম বড়াইগ্রামে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। এ
সময় ভোক্তা অধিকার আইনে লক্ষীকোল রাজ্জাক মোড়ের অভিজাত মিষ্টি বিপনীর
স্বত্তাধিকারী শ্রী অজিৎ ঘোষকে দুই হাজার, সোহেল মিষ্টান্ন ভান্ডারের
স্বত্বাধিকারী সোহেল রানাকে ৫ ও বড়াইগ্রাম হাসপাতাল গেটের আফিয়া
ফার্মেসীর স্বত্ত্বাধিকারী আকরাম হোসেনকে চার হাজার টাকা জরিমানা করেন।
এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার গড়মাটি কলোনী এলাকায় নাটোর-পাবনা
মহাসড়কে রাইস মিলের ছাই ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ইউএনও
আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গড়মাটি গ্রামের বাবু বিশ^াসের
স্ত্রী হীরা খাতুনকে ৫ হাজার ও জেকের আলীর ছেলে নাজমুল হুদাকে ৫০ হাজার টাকা
জরিমানা করেন। অপরদিকে, পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে লক্ষীকোল বাজারের কনফেকশনারী ব্যবসায়ী শহীদুল ইসলাম, মুদি ব্যবসায়ী
আনিসুর রহমান ও বকুল শাহকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার মোহাইমেনা শারমীন
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।