কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় রাস্তার পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
জানা যায়, কলমাকান্দা উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় পশ্চিম বাজার এলাকায় রাস্তায় বালু পাথরসহ মালামাল রেখে বাড়ির কাজ করার অপরাধে মো.রুবেল মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা জানান, রাস্তাঘাট
পরিস্কার রাখা ও অবৈধভাবে গাড়ী পার্কিং যানজট নিরসন এগুলো আমাদের
নিয়মিত কাজ। আমরা এগুলো নিয়মিত করে যাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরণের কাজ অব্যাহত থাকবে।