নাটোরে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ভেজাল বেকারী পন্য তৈরীর দায়ে ০২ জন বেকারী ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি – নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল বেকারী পণ্য তৈরীর দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৫এর ভাম্যমান আদালত । রোববার সন্ধ্যায় রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি এস, এম, জামিল আহমেদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) ্এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ জোনাইল বাজারে অভিযান চালায় । এ সময় ডালডা, সিঙ্গারা, আটা-ময়দা, চিনি-স্যাকারিন, এলাচ ও দুধের স্বাদ, সুগন্ধি মশলা, নকল লেবেল, নকল সিল ব্যবহার করে বেকারী পণ্য উৎপাদনের অপরাধে শিমুল বেকারীর মালিক মোঃ শিমুলকে পঞ্চাশ হাজার টাকা এবং সাগর বেকারীর মালিক মোঃ আব্দুর রহিম কে পঞ্চাশ হাজার টাকা া জরিমানা আদায় সহ মালামাল জব্দ করা হয়।