সুন্দরগঞ্জে বইয়ের মোড়ক উন্মোচন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুইজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ ডিগ্রী মহিলা মহাবিদ্যালয় হলরুমে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সুপ্রকাশ সাহিত্য সংসদ (সুসাস) এর সভাপতি বিশ্বজিৎ বর্মনের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান (বাংলা বিভাগ) সঞ্জয় সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, কমিউনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, কৃষক নেতা ছাদেকুল ইসলাম দুলাল, উদীচী শিল্পী সংগঠনের সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল ও প্রকাশিত নতুন বই দুটির প্রকাশক মাহফুজ ফারুক। এসময় আরও বক্তব্য রাখেন, সুপ্রকাশ সাহিত্য সংসদের উপদেষ্টা কুশল রায়, প্রভাষক মধুসুধন চাকী, লেখক নাসরীন রেখা, মোঃ আব্দুস সামাদ মিঞা, প্রভাষক আকবর আলী সরকার, নমিতা রানী সরকার ও ক্ষুদে লেখক আল আমিন ইসলাম প্রমূখ। পরে সুন্দরগঞ্জ ডিগ্রী মহিলা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ ও লেখক নাসরীন রেখার ছোটদের গল্পের নতুন বই (প্রজাপতি ও ঘাস ফড়িংয়ের গল্প) এবং সুন্দরগঞ্জ আঃ মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রধান শিক্ষক ও নিভৃতচারী লেখক মোঃ আব্দুস সামাদ মিঞার নতুন ছড়ার বই (ছড়ার সোপান) এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুপ্রকাশ সাহিত্য সংসদের (সুসাস) সাধারণ সম্পাদক কঙ্কন সরকার।