ক্ষমা চেয়ে আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করবে সরকার- স্বরাষ্ট্রমন্ত্রী

খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার
বেলংকা ইছাপশর ৩ দিনের ওয়াজ মাহফিলের সমাপনি দিনে গতকাল দুপুরে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন
মাসউদ এর মাদরাসায় গতকাল দুপুরে আখেরী মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে
মত বিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র বিভিন্ন আলোচনা-সমালোচনা
করে বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমা চেয়ে আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয়টি
বিবেচনা করবে সরকার। মত বিনিময় সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার
বিতরণ করেন মন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক,
পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও তাড়াইল উপজেলা পরিষদের
চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি
মোবাইল ঃ ০১৯১২-৫৫০৭২৭