পাবনা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠান ও সভা ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন দেলোয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের সকল শহীদ, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সকল শহীদ, ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মুজিব বর্ষ ২০২০ উদযাপনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবু, পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মামুন, সহ-সভাপতি আব্দুল মোমেন নান্নু, শ্রী বিশ্বজিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ. দপ্তর সম্পাদক আলহাজ্ব শরিফুল হক পলাশ, কার্যকরি সদস্য নূরুল আলম বিশ্বাস লিন্টু, আনোয়ার খান, আশরাফুল, উপদেষ্টা হাফিজ, সেলিম মালিথা, সাবেক যুবনেতা সাজ্জাদ হোসেন খোকন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী চাঁদু, সাবেক ছাত্রনেতা ভিপি আজিজ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী এস.এস. চন্ডী। সভা পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদশা। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়।