ফিলিস্তিনের সমর্থনে পোস্ট করে চাকরি হারালেন সাংবাদিক, পাশে দাঁড়ালেন খাজা

অনাবিল ডেস্ক :
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে এসইএন রেডিওতে ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক পিটার লালর। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা নিয়ে একটি পোস্ট রিটুইট করে ধারাভাষ্যকারের চাকরি হারিয়েছেন দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার সাবেক এই প্রধান ক্রিকেট সাংবাদিক।

এসইএন লালরকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ার পর তাকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সব সময়ই সোচ্চার অজি এই ওপেনার বলেছেন লালরের সঙ্গে অন্যায় করা হয়েছে।
অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার লালর।
খাজা ইনস্টাগ্রামে লালরের পক্ষ নিয়ে লিখেছেন, ‘গাজার মানুষের পাশে দাঁড়ানোর মানেই ইহুদি-বিদ্বেষ নয়। এটি অস্ট্রেলিয়ায় আমরা ইহুদি ভাই-বোনদের বিরুদ্ধে কোনো আক্রমণও নয়। এটা তো শুধু ইসরায়েলি সরকার ও তাদের ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয় এটি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সব সময়ই চলে আসছে।’
পিটার লালরকে নিয়ে উসমান খাজার ইনস্টাগ্রাম স্টোরি।
ধারাভাষ্য থেকে বাদ পড়ার পর লালার বলেন, ‘আমাকে বলা হয়েছে আমার রিটুইটটা একপাক্ষিক ছিল। আর সেটা নাকি একপক্ষের জন্য স্পর্শকাতর বিষয়। সেই পক্ষই আমার বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে।’
এই পোস্টটি রিটুইট করেন পিটার লালর।
লালরকে সরিয়ে দেওয়ার কারণ জানিয়ে এসইএনের প্রধান ক্রেইগ হাচিনসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমরা পিটকে সাংবাদিক ও খেলাটায় অবদান রাখায় শ্রদ্ধা করি। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কিছু পরিবার এখন ভয়ের মধ্যে আছে।’