রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরো এক কয়েদীর মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিনের ব্যবধানে বজলুর রহমান (৬৫) নামের আরো এক কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সরিজ পুরানপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে (১২ই ফেব্রুয়ারি) বুধবার সকাল সোয়া ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ নং ওয়ার্ডে আরা এক কয়েদীর মৃত্যু হয়। তার নাম আলী হায়দার। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জ এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান জানান, গত ৩০ জানুয়ারি কয়েদি বজলুর রহমান হূদরোগে আক্রান্ত হলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় চিকিৎসার জন্য। ওইদিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। এবং বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।