গুরুদাসপুরে ২০ লাখ টাকার মাছ লুট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর এলাকায় পুকুরের পাহারাদারদের হাত পা ও চোখমুখ বেধে মারপিটসহ পুকুর থেকে ২০ লাখ টাকার মাছ লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শ্রী নিতাই পদ সরকার সমিতির পক্ষে চন্দ্রপুর মাঝপাড়া মৌজার ১০ বিঘা সরকারি জলকর লীজ নিয়ে রুই, কাতল, সিলভার প্রভৃতি জাতের মাছ চাষ করে আসছিলেন। এক পর্যায়ে শুক্রবার গভীর রাতে প্রায় ৪০জন অজ্ঞাত দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পাহারাদারদের প্রাণনাশের হুমকি দেয় এবং জোরপূর্বক তাদের চন্দ্রপুর সিডিপি স্কুলের উত্তরপাশের্^ আমবাগানে নিয়ে গিয়ে হাত পা দড়ি দিয়ে ও চোখমুখ গামছা দিয়ে বেধে মারপিট করে। এসময় তাদের মোবাইল কেড়ে নেয়া হয়। তারপর ওই দুর্বৃত্তরা পুকুরে বেড়জাল দিয়ে ২০ লাখ টাকার প্রায় ২শ মুণ মাছ লুট করে নিয়ে যায়।
ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে