শার্শায় ইট ভাটায় মোবাইল কোর্ট ১ লক্ষ ৮৪ হাজার টাকা জরিমানা আদায়

ইয়ানূর রহমান : যশোরের শার্শার উলাশী ইউনিয়নের রামপুর ও বাগঁআচড়া
ইউনিয়নের জামতলা রোডে অবস্থিত  ইটভাটা ও সরু রাস্তায় গণ উপদ্রব
সৃষ্টিকারী দ্রুতগামী  ট্রাকের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮৪০০০/-
(এক লক্ষ চৌরাশি হাজার) টাকা অর্থদণ্ড  আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে এ অর্থদণ্ড
প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম
চৌধুরী।

এসময় টাটা ব্রিকসের মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার, এ কে ব্রিকসের মালিক
আকবার সরদারকে ২০ হাজার টাকা, বিশ্বাস ব্রিকসের মালিক তহিদুল ইসলামকে ৫০
হাজার টাকা, রিফা ব্রিকসের মালিক আঃ জব্বারকে ৬০ হাজার টাকা, ট্রাক চালক
শাহিনকে ৫ শত টাকা, ট্রাক চালক রাজুকে ২ হাজার টাকা, ট্রাক চালক
শাহাজানকে ১ হাজার, ট্রাক চালক বাবুকে ৫ শত টাকা সহ সর্বমোট ১৮৪০০০/- (এক
লক্ষ চৌরাশি হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সেই সাথে সকল
ইটভাটাগুলোকে আগামী ০১ মাসের মধ্যে লাইসেন্স করে নেওয়ার নির্দেশন প্রদান
করা হয়।

খোরশেদ আলম চৌধুরী জানান, শার্শা উপজেলা  থেকে  জামঁতলা বাজার পর্যন্ত
চলমান রাস্তাটি উপর দিয়ে বিভিন্ন ইট ও বালি বহনকারী গাড়িগুলো বেপরোয়াভাবে
চলে, ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। ইটভাটা ও ট্রাকচালকদেরকে বৈধ কাগজপত্র
দেখাতে বললে, তারা দেখাতে ব্যর্থ হয়।

এ কারণে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দণ্ডবিধি ১৮৬০ এবং ইট
প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী সকল অবৈধ ইটভাটার
বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত
থাকবে বলে তিনি জানান।