ইবিতে শুরু হচ্ছে বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা

ইবি প্রতিনিধি-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা-২০২০। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের পাশের আম্রকাননে এ মেলা অনুষ্ঠিত হবে। অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত বছর শুধু বই মেলা হলেও এবছর প্রথমারের মত এর সাথে প্রযুক্তি উদ্ভাবনী মেলা অনুভিষ্ঠত হবে। এ মেলায় বিভিন্ন বিভাগের স্টলে প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবন শোভা পাবে। মেলায় স্টল বরাদ্দের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস কর্তৃক সরবরাহকৃত ফরমে আবেদন করতে বলা হয়েছে।