বদিয়ার রহমান,লালমনিরহাট। ইউপি নির্বাচনের প্রতিপক্ষ প্রার্থীর নানামুখী হয়রানি ও যড়যন্ত্রের শিকার লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন। এরই প্রতিবাদে সোমবার ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে বিপুল ভোটে জনগন তাকে বিজয়ী করেন। আর সেই ঠিক সময় জনগনের উন্নয়নের জন্য যে সময় কাজ করে যাচ্ছেন সেসময় পরাজিত প্রার্থী ও তার লোকজন তাকে বিভিন্ন ভাবে নানামুখী হয়রানি ও য়ড়যন্ত্র করে চলছেন। তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং গনমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে একটি অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি বলেন, আমাকে জড়িয়ে যে সব মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। তিনি বলেন, ইউনিয়ন মহল্লাদের নিয়োগের ক্ষেত্রে আমার বিরুদ্ধে যে তথ্য উল্লেখ করেছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। কারণ মহল্লা (গ্রাম পুলিশ) নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক ইউনিয়নে শুণ্য পদের বিপরীতে দরখাস্ত আহবান করেছেন। আমি উক্ত নিয়োগ বোর্ডের সদস্য মাত্র। কাজেই এখানে আমার কোন দুর্নীতি ও অয়িমের প্রশ্নেই উঠেনা। এছাড়া বিধবা ও প্রতিবন্ধি ভাতা এবং এলজিএসপি বিষয়ে প্রতিটি নিয়মনীতি মেনে করা হয়েছে। শুধু মাত্র একটি প্রতিপক্ষ অনিয়মের সুবিধা থেকে হওয়ায় তারাই আমার বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ ছড়িয়েছে। তিনি পরবর্তিতে এহেন মিথ্যা সংবাদ বা হয়রানি না করার আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,হাতিবান্ধা উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু,ইউনিয়ন পরিষদ ফোরামের লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও জলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ইউপি সদস্যবৃন্দ,স্থানীয়গন ও গনমাধ্যমবৃন্দ।