বগুড়া নামুজা ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ৮ ম শ্রেণীর ছাত্রী তার বাবা মার কাছে ফিরে গেল

বগুড়ার গাবতলী উপজেলার ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে বিয়ে , অভিভাবকের চাপে নামুজার পাল্লা পাড়া গ্রাম থেকে উদ্ধার, চেয়ারম্যানের দফাদফায় আপোষ, মেয়েকে অভিভাবকের জিম্মায় প্রদান।
জানা গেছে সদরের নামুজা পাল্লা পাড়া গ্রামের আব্দুল গফুরের লম্পট পুত্র বিপ্লব গাবতলীর মেন্দিপুর গ্রামের আনোয়ারের কন্যা ৮ ম শ্রেণীর ছাত্রী অনিতার সাথে যে কোন ভাবে প্রেমের সম্পর্ক তৈরি করে গত ২/৩ দিন পূর্বে তাকে ফুসলিয়ে বাড়ী নিয়ে এসে বিবাহ করে। বিষয়টি অনিতার অভিভাবক নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুনকে জানালে চেয়ারম্যান অনিতাকে কৌশলে বিপ্লবের অভিভাবককে চাপ দিলে তারা মঙ্গলবার দুপুরে মেয়েকে নামুজা ইউনিয়ন পরিষদে নিয়ে এলে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসা করে চেয়ারম্যান তাকে তার অভিভাবকের জিম্মায় দিয়ে দেয়। উল্লেখ্য যে, লম্পট বিপ্লব মাঝে মধ্যেই এধরনের ঘটনা ঘটায়। তাকে আটক করে শাস্তি প্রদানের জন্য ভুক্ত ভোগী মহল বগুড়া পুলিশ সুপারের হস্ত ক্ষেপ কামনা করেন৷