মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে গ্রীণ ক্লাব গঠন ও কমিটির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বিভাগের সম্মেলন কক্ষে ৩৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে মানিক শীলকে আহবায়ক, মোঃ স¤্রাট হোসাইন, আরিফুল হাসান, রাকিব হাসান ও আয়েশা সিদ্দিকাকে যুগ্ম-আহবায়ক এবং ৩২ জনকে সদস্য করা হয়েছে। এছাড়া বিভাগের সকল শিক্ষকে উপদেষ্টা করা হয়েছে।
এসময় বিভাগের চেয়ারম্যান ড. মীর মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক ড. মোঃ ইউনুস মিয়া, অধ্যাপক ড. এ.এস.এম. সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. রোকসানা হক রিমি, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার উপ-পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুল আলম শিবলী, সবুজ পৃথিবীর সাধারন সম্পাদক শহীদ মাহমুদ, বেলা এর ম্যানেজার মীর জালাল আহমেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।