জার্মান রাষ্ট্রদূতের রাবি সফর

রাবি লাইভ:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফার্নহোল্জ। রবিবার বেলা ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জার্মান বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের সুযোগ সম্পর্কে আলোচনা করেন।
জার্মান রাষ্ট্রদূতের সফর সম্পর্কে অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া বলেন, আমরা দুইটি বিভাগে বিদেশী শিক্ষক দ্বারা ভাষা কোর্স করাচ্ছি। নতুন করে জার্মান ভাষা শেখার জন্য কোর্স চালুর উদ্যোগের কথা তাকে জানালাম। তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
অন্যান্যের মধ্যে ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ এর পরিচালক প্রফেসর মো. শহীদুল্লাহ, প্রফেসর রকীব আহমদ (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ), প্রফেসর (অব.) মনজুলা চৌধুরী (সংস্কৃত বিভাগ)সহ জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা নেট্জ (ঘবঃু) এর নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রদূত রাজশাহী বিশ্ববিদ্যালয় আরকাইভস ও ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ পরিদর্শন করেন।