স্টাফ রিপোর্টার
এবছর মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জুন করায় পাবনার আটঘরিয়া উপজেলার বেরুয়ান গ্রামের (উত্তর পাড়ার) মৃত আইয়ুব আলীর নাতনি মিম আক্তারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করল আটঘরিয়া উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদ।
সোমবার পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে মিম আক্তারের হাতে সহায়তা তুলে দেন পেশাজীবী কল্যাণ পরিষদের সহ-সভাপতি ও পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আহসান হাবীব। উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জনাব মোঃ আশরাফ আলী, যুগ্ম সম্পাদক ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান ইমাম বুলবুল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শফিউল্লাহ ও সদস্য মোঃ আবু রাশেদ।
এসময় মিম আক্তারের হাতে ২৫ হাজার তুলে দেওয়া হয়।
মিম সুনামগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। মিম খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও পাবনা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে। মিম বেরুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে। মিম এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।