বিশ্বনাথে কৃষি উদ্যোক্তা তৈরী শীর্ষক বৈঠক অনুষ্ঠিত


বিশ্বনাথে উদ্যোক্তা তৈরী শীর্ষক সেমিনার উপজেলা শহরের পুরানবাজারস্থ আল-হেরা শপিং সিটির ৩য় তলায় লার্ণিং পয়েন্ট হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সম্ভাবনাময় একটি খ্যাত হচ্ছে কৃষি। কৃষির মাধ্যমে একজন তরুণ-তরুণী কম সময়ে নিজের পায়ে দাড়াতে পারবে। এক্ষেত্রে সে নিজেকে একটি বিষয়ে ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে হবে। দেশের বিভিন্ন জায়গায় অনেক তরুণেরা কৃষি কাজ করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। জাতীয় পর্যায়ে পদক পেয়েছেন। সরকার প্রত্যেক কৃষককে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বক্তারা আরো বলেন, বিশ্বনাথসহ সিলেটের কৃষি এগিয়ে নিতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। কৃষিক্ষেত্রে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যুবক ও যুবতীদের সব ধরনের সহযোগিতা করবে।দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মিনতী দেবী’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কামরুজামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মজুমদার মো. ইলিয়াস, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, তাহমিন আহমদ, কৃষিজাত শিল্প সাব কমিটির আহবায়ক আলিমুল এহসান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান, রুবা খানম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কৃষক আব্দুর রহমান, মো. ইলিয়াস হোসেন, আব্দুল জলিল।এসময় দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র যুগ্ম-সচিব নুরাণী জাহান কলি, সদস্য মো. মধু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ক্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, লাণির্ং পয়েন্ট প্রতিষ্ঠাতা প্রধান মো. মঈন উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, আশিক আলী, নবীন সুহেল, বদরুল ইসলাম মহসিন, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, ব্যবসায়ী তালুকদার ফয়জুল ইসলাম, আব্দুল হামিদ, সুহেল মিয়া, আনহার আলী, আব্দুর রহিম, সাদ উদ্দিন, মিসতাজ উদ্দিন শিপলু, আবুল কাহার, তাজুল ইসলাম, যুবলীগ নেতা সায়েদ আহমদ, সেচ্চাসেবক লীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা জাকির আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।