পৌরসভার সিসি ক্যামেরার মেশিন নষ্ট হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে হিমশিম খেতে হচ্ছে

পৌরসভার সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের মেশিন নষ্ট হওয়ার কারণে ঈশ^রদী শহরের আইন শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। মাঝে মধ্যেই বিভিন্ন অফিস ও বাসা বাড়িতে চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার গভীর রাতে পিয়ারপুরস্থ নেভী সিগারেট কোম্পানীর টেরিটরি অফিসে নাইটগার্ড থাকা সত্বেও তালা ও দরজা ভেঙ্গে চুরি হয়েছে। কত টাকার কি পরিমাণ সিগারেট চুরি হয়েছে তা ঐ অফিসের কেউ জানাতে পারেনি। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পোস্ট অফিস এলাকায় অটোরিক্সার এক মহিলা যাত্রীর টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাই করা হয়। গত সোমবার দুপুরে সোনালী ব্যাংক ঈশ^রদী শাখার কাউন্টার থেকে দু’লাখ টাকা রহস্য জনকভাবে উধাও হয়। এ ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় চুরি ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। গত ৫/৬ মাস থেকে পৌরসভার সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষের যন্ত্রপাতি নষ্ট থাকায় এ সব চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িতদের চিহ্নিত করণে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ঈশ^রদী পৌরসভার প্যানেল মেয়র শিমুল জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কল্পে প্রায় চার বছর আগে ঈশ^রদী পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। রেলগেট, পোস্ট অফিস মোড়,বাজার ও কলেজ রোডসহ পৌর এলাকার বিভিন্ন এলাকায় প্রায় ৩০ টির মত সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বর্তমানে একটি ক্যামেরার ফুটেজও গত ৫/৬ মাস থেকে পৌরসভার মনিটরে শো করছেনা।#