পাবনা ফাউন্ডেশন- এর আত্মপ্রকাশ

আজ সন্ধ্যা ৭.০০ টায় ঢাকার গুলশানস্থ অলিভ গার্ডেনে
পাবনার বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে এক আলোচনাসভা
অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সকলের মতামতের ভিত্তিতে
“পাবনা ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা
করা হয়। দুদকের সাবেক কমিশনার এবং অবসরপ্রাপ্ত সিনিয়র
জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিন চুপপু সাহেবকে সভাপতি,
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান
সচিব মো. সেলিম রেজা সাহেবকে সাধারণ সম্পাদক এবং হিসাব
মহানিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম সাহেবকে কোষাধ্যক্ষ করে
২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির
সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে কমিটির অন্যান্য পদগুলো পূরণ
করা হবে। উক্ত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন সর্বজনাব মেজর জেনারেল মো. রবিউল হোসেন
(অবসরপ্রাপ্ত মহাপরিচালক, সামরিক চিকিৎসা মহাপরিদফতর),
মো. মনোয়ারুল ইসলাম (অতিরিক্ত সচিব), মো. রফিকুল ইসলাম
, (জেলা জজ), ওয়াই এম বেলালুর রহমান, বিপিএম (ডিআইজিপি),
মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম ( অতিরিক্ত ডিআইজিপি),
মো. জহুরুল হক ( যুগ্ম সচিব), প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম
(প্রো-ভিসি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. আশরাফুল
ইসলাম, বিপিএম (পুলিশ সুপার), প্রকৌশলী মো. মোবারক হোসেন
(অথরাইজড অফিসার, রাজউক), বিশিষ্ট ডা. এম এ ওয়াহাব মিয়া,
পাবনার বর্তমান সময়ের অন্যতম সুলেখক জনাব মহিউদ্দীন ভুঁইয়া,
ও সাবেক ছাত্রনেতা আলহাজ হোসেন জয় সহ অনেকে।
অরাজনৈতিক এই ফাউন্ডেশন পাবনার ইতিহাস, অতীত
ঐতিহ্য, পরিবেশ সংরক্ষন এবং পাবনার উন্নয়নে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।