মুজিববর্ষ উপলক্ষে কালিগঞ্জ জনতা ব্যাংকের উদ্যোগে ৬ লক্ষ টাকা প্রদান



মুজিব বর্ষ উপলক্ষে কালিগঞ্জ জনতা ব্যাংকে গ্রাম পুলিশদের মাঝে ঋণ প্রদানের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জনতা ব্যাংক লিমিটেড কালিগঞ্জ শাখা কার্যালয়ে মুজিব বর্ষ  উপলক্ষে  উপজেলায় ১’শ ২০ জন গ্রাম পুলিশদের স্বাবলম্বী করার জন্য ঋণ প্রদান করা হয়। ব্যাংকের  প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। জনতা ব্যাংকের অফিসার শেখ নিজামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী ঋণ কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী  সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী সহ জনতা ব্যাংকের অন্যান্য কর্মকর্তা।   জনতা ব্যাংক বালিগঞ্জ শাখা থেকে ১’শ ২০  জনকে ৫০ হাজার টাকা করে ঋণের টাকা তুলে দেওয়া হয়। প্রথম ধাপে উপজেলার মধ্য থেকে ১২ জন গ্রাম পুলিশকে ৬ লক্ষ টাকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকীদেরকে নগদ টাকা প্রদান করা হবে।