কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “করোনা “ভাইরাস প্রতিরোধে জরুরী সভা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিত মন্ডল। জরুরী এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক, এনজিও প্রতিনিধি।সভায় “করোনা” ভাইরাস সম্পর্কে তথ্যাবলী উপস্থাপন করেন কালিগঞ্জ উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার মোয়াজ আবরার। “করোনা “ভাইরাস এর লক্ষন হিসাবে সাধারণ জ্বর, সর্দি, কাশি ও হাঁচি হতে পারে। প্রতিরোধে প্রচুর পানি পান করা, গলা শুকনা না রাখা, সাবান দিয়ে হাত পরিস্কার রাখা, মাসক্ ব্যাবহার করা, হাট-বাজারে মাছ ও মাংস বিক্রয়স্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ সচেতনতায় প্রচারণা চালাতে হবে।