কিশোরগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ

মোঃ খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ ঃ কিশোরগঞ্জ জেলা সদর মারিয়া ইউনিয়নে খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, মারিয়া বিসিক হতে মনিপুর ঘাট পর্যন্ত ৪.৬২ কিমি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননে ব্যাপক অনিয়ম চলছে। সরেজমিনে ঘুরে দেখা যায় অনিয়মের সেসব চিত্র। এলাকাবাসী জানায়, খাল খননে দায়িত্বরত কোন অফিসার ও ঠিকাদারের লোকজন ঘটনাস্থলে কখনও আসেনা। স্থানীয় একটি মহল মেম্বার ও চেয়ারম্যানের দোহাই দিয়ে মনগড়া মানচিত্র বিহীন খাল খনন করে চলেছে। বেশ কয়েকজন এলাকাবাসী সরাসরি চেয়ারম্যান ও হারুন মেম্বারের বিরুদ্ধে অনিয়মে যুক্ত থাকার অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক হলুদ এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঠিকাদার বিভিন্ন অনিয়ম করছে। তার মধ্যে উল্লেখযোগ্য তারা খাল খননের কাজের কোন সাইনবোর্ড কোথাও উত্তোলন করেনি। তবে মেম্বার হারুন দিয়েছে অন্য সুর। এলাকাবাসীর সামনে তিনি সাংবাদিকদের বলেন, খাল খনন প্রকল্প চেয়ারম্যান ও মেম্বার নিজেরাই নিয়েছেন। যার ফলে ভাল মন্দ সব তারাই বুঝবেন। এখানে কারও নাক গলানো উচিত নয়। এটা স্থানীয় সরকারের কাজ বলে জানান। তবে খালের প্রস্থ, দৈর্ঘ্য ও বাজেটের বিষয়ে মেম্বার মুখ খুলতে রাজী হয়নি। অন্যদিকে খালের পূর্ব পাড়ে তার বাড়ি হওয়ায় পূর্ব পাড়ের লোকজনদের কাছ থেকে মোট অংকের অর্থের রফাদফা রয়েছে ঐ মেম্বারের বিরুদ্ধে। উল্লেখ্য যে, খালটির বর্তমান অবস্থান পশ্চিমপাড়ের মানুষের খরিদকৃত সম্পত্তির উপর দিয়ে প্রবাহিত। পূর্বপাড়ের মানুষের অভিযোগ পশ্চিম পাড়ের লোকজন খালটি ভরাট করে ঘর বাড়ি ও গাছ গাছালি রোপন করে ভোগ দখল করে আসছে। সরকারি নক্সা অনুযায়ী যদি খাল খনন করা হয় তাহলে পূর্ব পাড়ের অনেক বাড়িঘর ভাঙ্গা পড়বে। তাদের রক্ষা করতেই নক্সা জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না বলে দাবী করছে ভুক্তভোগীরা (চলবে)।