আতাইকুলায় এসএসসি দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়ার থানার আতাইকুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল সোমবার সকাল ১০টায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচীব আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান জানান এলাকার ৯টি বিদ্যালয়ের ৭০৫ জন পরীক্ষার্থী এ কেন্দ্রে থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৬২৪ জন অংশ গ্রহণ করে। এদিন ৩ জনের অনুপস্থীতি ছিল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঃ কুদ্দুস সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, উপজেলা ব্যাপী সুষ্ঠ সুন্দর পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে, শিক্ষার্থীরা সুন্দর ভাবে পরীক্ষা দিচ্ছে। প্রথম দিনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ট, সুন্দর ভাবে পরীক্ষা সমাপ্ত হয়েছে।

                 আতাইকুলায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

আতাইকুলা প্রতিনিধিঃ আতাইকুলা থানার আতাইকুলা সড়াডাঙ্গী আলিম মডেল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচীব অধ্যক্ষ মও. হেলাল উদ্দিন জানান এলাকার ৯টি মাদ্রাসার ৩৬৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। প্রথম দিনের কোরআন মাজীদ ও তাজদীদ পরীক্ষায় ৩০৮ জন অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল এক জন। পাবনা সদর উপজেলা সমাজ সেবা অফিসার সিরাজুল ইসলাম সার্বক্ষণিক তদ্বারকি করছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠ সুন্দর ভাবে প্রথম দিনের পরীক্ষা সমাপ্ত হয়েছে।