বাগমারার ভবানীগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ইমারত নির্মানের অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ভবানীগঞ্জ মৌজার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পাশে জে,এল নং ১৭২, আর,এস খতিয়ান নং ৬৯ এর দাগ নং ১১২ ও ৩২২ এর ধানী জমিটিতে আদালতের নির্দেশ অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভবানীগঞ্জ পৌরসভার মৃত জয়নাল আবেদীনের পুত্র আব্দুল ওহাব দপ্তরী। অভিযোগ সূত্রে জানা গেছে, একই উপজেলার কাচীকোয়ালীপাড়া ইউনিয়নের কাচারীকোয়ালীপাড়া গ্রামের মৃত খুশবর আলীর পুত্র রফিকুল ইসলাম প্রতারনা পূর্বক জাল দলিলের মাধ্যমে তফসিলভুক্ত ওই সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন। এতে জমির প্রকৃত মালিক ওহাব দপ্তরী বাঁধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে রফিকুল ইসলাম কতিপয় ক্যাডার বাহিনী ভাড়া করে জায়গাটি দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এতে উপায়অন্তর না পেয়ে ওহাব দপ্তরী আদালতের শরনাপন্ন হলে গত ২৫ জানুযারী আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারী করেন। স্থানীয়রা জানায় রফিকুল ইসলাম আদালতের ওই নির্দেশ অমান্য করে সেখানে নির্মাণ কাজ চলমান রেখেছেন। এতে করে যে কোন মুহুর্তে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকার লোকজন জানান। এ বিষয়ে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ কুমার চন্দ জানান, আমরা আদালতের নির্দেশ মোতাবেক ওই জমিতে ভবন নির্মাণ স্থগিত রাখার জন্য নোটিশ পাঠিয়েছি। এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে নোটিশ করা হবে। তাদের কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।