বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যাক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই নাটোরের বড়াইগ্রামে একই পরিবারের ৩ জনের নামে বয়স্ক ও বিধবা ভাতা পাওয়ার দাবিতে অনশন নাটক করা হয়েছে। মূলত: এভাবে ইউপি চেয়ারম্যানের ইমেজ ক্ষুন্ন করার হীন চেষ্টা করা হয়েছে। শনিবার চান্দাই ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সরকার ও ইউপি সদস্যরা এ তথ্য জানান। একই সঙ্গে তারা এ ঘটনার জন্য দলীয় প্রতিপক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দায়ী করেন। তবে উপজেলা চেয়ারম্যান এ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানা যায়, সম্প্রতি চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের স্বামী পরিত্যক্তা মরিয়ম বেগম নিজ পরিবারের আরও তিনজনের নামে বিধবা ও বয়স্ক ভাতা পাওয়ার দাবিতে উপজেলা পরিষদের সামনে অনশন করেন। আর এই অনশনের সংবাদ প্রকাশিত হয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সহ কিছু মিডিয়ায়। কিন্তু মরিয়মের পিতা শিতাব আলী মন্ডল বয়স্ক ভাতা সুবিধা পাচ্ছেন। নিয়মানুযায়ী একই পরিবারের সব সদস্যকে ভাতা দেয়ার সুযোগ নেই। তাছাড়া ইউনিয়ন পরিষদে আবেদন করার কথা থাকলেও তা না করে দলীয় প্রতিপক্ষ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পরামর্শে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি এবং ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সরকারকে হেয় করতে ভাতা’র দাবিতে মরিয়মের নেতৃত্বে ওই মহিলারা অনশন নাটক করেছেন। সংবাদ সম্মেলনে এমন নোংরা রাজনীতি পরিহার করে সুষ্ঠু ধারায় রাজনৈতিক চর্চা করার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ছাড়াও ইউপি সদস্য মোতালেব হোসেন, গাজী মিয়া, শেখ বাবুল আলম, কামরুজ্জামান স্বপন, সেলিম রেজা বাবু ও মাজেদা বেগম বক্তব্য রাখেন।