তাড়াশে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা

সোহেল রানা সোহাগঃ
সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভূক্তভোগীরা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আখতার হোসেন, অফিস সহকারী এস এম মনিরুল হক, অফিস সহায়ক শ্রী মঙ্গলা ও ঝাড়–দার শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় অফিসের কাজে ব্যস্ত ছিলেন। এমতবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর মথুরাপুর (ধাপ) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জামাল হোসেন ও কামাল হোসেন, একই গ্রামের মৃত কুশা খাঁ’র ছেলে আব্দুল আজিজ ও মোকসেদ আলী গং-এর ৮/১০ জনের সংগবদ্ধ দল আকর্ষ্মিকভাবে অফিসে কর্মরত অবস্থায় তাদের উপর হামলা চালায় ও শারীরিক ভাবে লাঞ্চিত করে এবং অফিস কক্ষ অবরুদ্ধ করে রাখে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে। পরে তারা জরুরি কাগজপত্র রক্ষা করে অফিস বন্ধ করে উপজেলা সদর ভূমি অফিসে আশ্রয় নেয়। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।