নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত তিনদিনব্যাপী মহিলা ইজতেমা বুধবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এ সময় অনুচ্ছস্বরের আমিন আমিন ধ্বনীতে গোটা ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠে। আখেরী মুনাজাত পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান। তার আগে নাটোরের মাওলানা রুহুল আমিন জিহাদী ও বড়াইগ্রাম মাওলানা মাজহারুল ইসলাম কোরআন-হাদীসের আলোকে নারীদের জীবনাচার নিয়ে আলোচনা করেন এবং সে আলোকে ব্যাক্তিগত জীবন, পরিবার ও সমাজ গঠণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে নারীদেরকে ধর্মীয় গোঁড়ামী ও জঙ্গীবাদ মুক্ত থেকে কোরআন-সুন্নাহ’র জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃত দ্বীনদার হতে উদ্ধুদ্ধ করেন। ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, বিগত বছরগুলোর ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলা থেকে দ্বীনি শিক্ষা গ্রহণে আগ্রহী মহিলারা ইজতেমায় অংশ গ্রহণ করেছেন। শেষ দিনে প্রায় ৪০-৪৫ হাজার মহিলা ইজতেমায় অংশ গ্রহণ করেছেন বলে তিনি জানান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হারুন অর রশিদ জানান, ইজতেমায় পোশাকধারী মহিলা ও পুরুষ পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিপুল পরিমাণ পুলিশ ও গোয়েন্দা মোতায়েন ছিলো। এছাড়া সিসি টিভি দিয়ে গোটা ইজতেমা ময়দানকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। ফলে কোন ধরণের বিশৃংখলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে।