ওপিটি দিয়ে ট্রেন চালানোতে সকল ট্রেন চলাচলে ব্যঘাত সৃষ্টি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী র মুলাডুলি টি-সেভেন রেল ক্রসিং-এ ডিউটিরত গেইট কিপার ফাইম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আজ ভোর রাতে ডিউটি রত অবস্থায় একটি মালবাহী ড্রাম ট্রাক গেইট ভেঙ্গে দুমরে মুচড়ে গুমটি ঘরে ঢুকে পড়ে। একই সাথে ট্রেনের সিগনেলিং ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। গেইট ম্যান ফাইম ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেলেও গুমটি ঘর ফেটে যায় ও ট্রাকের সামনের অংশ ভেঙ্গে যায়। এ সময় আসপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে সামান্য আহত ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। এদিকে এ দূর্ঘটনার পর থেকে ট্রেনের সিগনেলিং ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় আন্তঃনগরসহ ঈশ^রদী- ঢাকা রুটে সকল ট্রেন চলাচলে মারাতœক ব্যাঘাত সৃািষ্ট হচ্ছে। প্রত্যেকটি ট্রেনকে মুলাডুলি স্টেশনে গ্রহণ ও ছাড়ার ক্ষেত্রে ওপিটি দিতে হচ্ছে। এ দিকে ওপিটি দিতে গিয়ে প্রত্যেকটি ট্রেনকে বিলম্বে চলাচল করতে হচ্ছে বলে জানান,রেলের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা নাসির উদ্দিন।