মন্ত্রী, এমপি কিংবা উপজেলা চেয়ারম্যানের নির্দেশে পরিচালিত হবেন না: ইউএনওকে হাইকোর্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইউএনও সোহাগ হোসেনকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই নিরপেক্ষভাবে প্রশাসন পরিচালনা করুন। স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান বললেই সেটা করতে হবে? আপনারা কি প্রমোশনের জন্য এসব করেন? আপনারা বিসিএস কোয়ালিফাইড অফিসার। স্থানীয় রাজনীতিতে জড়াবেন না। সঠিক ভাবে দায়িত্ব পালন করুন। প্রমোশন এমনিই হয়ে যাবে।

কবি নজরুল কলেজের ম্যানেজিং কমিটির কাজে হস্তক্ষেপ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় সোহাগ হোসেন ও ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুনর রশিদকে এভাবে সতর্ক করা হয়। মঙ্গলবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ তাদের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ না করে পরবর্তী শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।