কালিহাতীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে জান্নাতুল আরা জুই (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার আলিয়াবাদ তকেয়া গ্রামে বসতঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল আরা জুই উপজেলার আলিয়াবাদ তকেয়া গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী এবং পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার কাশতলা মির্জাহাটা গ্রামের জামাল হোসেনের মেয়ে।

জানা গেছে, তিন বছর আগে পারিবারিকভাবে জান্নাতুল আরা জুই ও কালিহাতীর আউলিবাদ তকেয়া গ্রামের আবুল হাসেমের ছেলে সৌদি প্রবাসী মোশারফ হোসেনের বিয়ে হয়।

নিহত গৃহবধূর বাবা জামাল হোসেন জানান শুক্রবার রাত ৮ টার দিকে আমার মেয়ে জান্নাতুল আরা জুঁইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। জুঁইয়ের শ্বাশুড়িকে ফোনে জান্নাতুল জুই সম্পর্কে জানতে চাওয়া হয়। পরে ফোন দিয়ে জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। শ্বাশুড়ি, শ্বশুর, দেবর ও মামাতো শ্বশুর আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে।

তবে জান্নাতুল আরা জুঁই পরকীয়ার কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে নিহত জুঁইয়ের শ্বশুর বাড়ির গ্রামের লোকজন বলছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে গৃহবধূ জান্নাতুল আরা জুই নিজ বসতঘরের ধন্নার সঙ্গে গলার ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন।

কালিহাতী থানার এসআই সুকান্ত রায় বলেন,খবর পেয়ে পুলিশ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠিনো হয়েছে। অভিযোগ পেলে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে