মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় আজ ২৮ জানুয়ারী সকাল অনুমান ৮টার দিকে সিএনজি চালিত অটোরিক্সা (মৌলভীবাজার-থ ১২-০৯১৬) ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্য্রার যাত্রী কামারখালি এলাকার আব্দুর রহমানের বড়ছেলে ফয়জুল মিয়া (৩৫) ও পাবনা জেলার ইশ্বরদী গ্রামের হারুন মিয়ার পুত্র আল-আমিন (২৫) নামক ২ জন ঘঠনাস্থলে মৃত্যুবরণ করেছেন। হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিক্সা চালক খলিলপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের রেজাক আলীর পুত্র আলী আহমদ (২৫), সুনামগঞ্জ জেলার উত্তর কুশিপাড়া গ্রামের মৃতঃ মছদ্দির মিয়ার পুত্র শাহানুর রহমান (৩০), মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের মৃত রাজেন্দ্র সুত্রধর এর পুত্র নগেন্দ্র সুত্রধর (৫০), একই গ্রামের মৃতঃ হামিদ মিয়ার ছেলে আরমান মিয়া (৩৬)। গুরুতর আহত অটোরিক্য্রা চালক আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে। অপর আহতদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে। এবং মৃতঃ ২জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ এ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- শেরপুর থেকে একটি অটোরিক্য্রা যাত্রী নিয়ে মৌলভীবাজারে আসার পথে বাউরবাগ এলাকায় শেরপুরগ্রামী একটি পিকআপ ভ্যান এসে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় ফয়জুল মিয়া ঘঠনাস্থলে এবং যাত্রী আল-আমিন সদর হাসপাতালে নেওয়ার পর মুত্যুবরণ করেন।