মানব নয়কি দানব?


ঘুণে ধরা সমাজ নাকি
ঘুণে ধরেছে মানব?
মুখেমুখে নীতিবাক্য
ভেতরটা দানব ।

ঝকঝকে পোশাকের অন্তরালে
নোংরা বিকৃত মন,
জনসমক্ষে নম্র লেবাস ভেতর
হিংস্র সর্বক্ষণ।

লোভ লালসায় অন্ধ বিবেক
সম্পদ পাহাড় তুল্য,
ওদের কাছে গরিব অসহায়ের
নেই কোন মুল্য।

তেলের মাথায় তেল মর্দনে
এদের জুড়ি নেই,
অসহায়দের বঞ্চিত করে
সুবিধা পুরোটা চাই।

ন্যায়নীতি বোধ এদের ঠুনকো
মুখে আদর্শের বুলি,
স্বার্থে হানিলে আঘাত দূর্বলের
রক্তে খেলে ওরা হলি।