কাজিরহাট-আরিচা-দৌলতদিয়ায় বহুমুখী সেতুর দাবীতে পাবনার কাজিরহাট থেকে জেলা শহর হয়ে ঈশ্বরদী পর্যন্ত বিশাল মানববন্ধন

কাজিরহাট-আরিচা-দৌলতদিয়ায় বহুমুখী সেতুর দাবীতে পাবনার কাজিরহাট থেকে জেলা শহর হয়ে ঈশ্বরদী পর্যন্ত এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সকালে পাবনা জেলা উন্নয়ন ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। জেলার প্রায় সকল উপজেলা ও থানা সদরসহ প্রায় ৭৬ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে এ মানববন্ধনে স্থানীয় রাজনৈক নেতৃবৃন্দ, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে। মানবন্ধন চলাকালে বক্তারা দাবী করেন, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে পাবনাবাসীর দাবীর প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া সেতু নির্মানের ঘোষনা দিয়েছিলেন।সেতুটি বাস্তবায়িত হলে পাবনার সাথে ঢাকার দুরত্ব হ্রাস পাবে প্রায় ৮৩ কিলোমিটার।