চারঘাটে এসএসসি পরিক্ষার্থীকে হাতুড়ি পিটা করলো ছাত্রলীগ

রাজশাহীর চারঘাট উপজেলায় প্রাইভেট সেন্টারে ঢুকে এসএসসি পরিক্ষার্থীকে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে গুরতর আহত করেছে ইউনিয়ন ছাত্রলীগ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পরানপুর বাজার সংলগ্ন একটি প্রাইভেট সেন্টারে এ ঘটনাটি ঘটে। আহত এসএসসি পরিক্ষার্থীর নাম মুস্তাফিজুর রহমান মোস্তাক।সে উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে চারঘাট উপজেলার বেলতলী গ্রামের মাজদার আলীর ছেলে। এলাকাবাসি জানায়, ইন্টার স্কুল ক্রিকেট খেলায় ছাত্রলীগ নেতা মাসুদ রানা ও মোস্তাকের মধ্যে কথা কাটাকটির পর থেকেই ঝামেলা চলে আসছিল। এর জের ধরে বেশ কিছুদিন থেকেই ছাত্রলীগ নেতা মাসুদ রানা মোস্তাককে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল। এমনকি মারধরের ঘটনাও ঘটে। এতে মোস্তাক এর পরিবার চারঘাট মডেল থানায় একটি জিডি করেন। এরই শত্রæতার জের ধরে রোববার বিকেল ৫ টার দিকে মোস্তাক পরানপুর বাজারে প্রাইভেট পড়তে গেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুদ রানা ও তার ভাগিনা সাব্বির তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে প্রাইভেট সেন্টারের ভেতরে সে ঢুকে গেলে সেখানে গিয়েও তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সে আহতবস্থায় চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে চারঘাট থানার (ওসি) সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পূর্ব শত্রæতার জের ধরে মোস্তাক নামে এক এসএসসি পরিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাই নি। তবে আভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।