পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই আইজিপি —- ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” শ্লোগানে আয়োজিত জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা -২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ পুলিশ প্রধান, ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। শত বাঁধা বিপত্তি সত্বেও আপনাদের সেবার দৌড় গোড়ায় নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় মাদকের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। তিনি আরো বলেন- পুলিশের কেউ মাদক সেবন অথবা মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত থাকার প্রমান পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ চায় মানুষকে সেবা দিতে। আমরা ২ বছরে ৯৯৯ নাম্বারে এ পর্যন্ত কোটি অভিযোগ পেয়েছি। এর মধ্যে প্রায় অর্ধকোটি অভিযোগ সমাধান করা হয়েছে। এ সময় উপস্থিত সাংবাদিকসহ দর্শকদের কাছে জানতে চান পুলিশের কাছ থেকে আগের চেয়ে এখন মানুষ ভাল সেবা পাচ্ছে কি না ?। হ্যাঁ সুচক উত্তর পেয়ে তিনি বলেন, আমরা পুলিশ আপনাদেরই সন্তান, স্বজন। আমরা অন্য গ্রহ থেকে আসিনি। আমরা আপনাদের সহযোগিতা চাই। ভালো সেবা দিতে চাই। মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান, সিলেট এসএমপি‘র পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারগণ, সিলেট বিভাগের পুলিশের উর্ধবতন কর্মকর্তা, জেলার ৭ থানার অফিসার ইনচার্জগন, এসআই, এ এসআইসহ বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার অনলাইন, প্রিন্ট ও টিভির সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগীতায় বেলুন ফুটানোতে মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সম্পাদক এসএম উমেদ আলী, মেধাবী ছাত্র রাহাত আহমদ শিপন ও ডিবিসি নিউজের পান্না দত্ত এবং মহিলাদেও বালিশ ঘুরানো প্রতিযোগীতায় সাংবাদিক এ এস কাঁকন পুরস্কার পেয়েছেন। পুরুষ ও মহিলা দৌড়, কলাগাছে তৈল লাগানো খোলায় পুলিশের কর্মকর্তা ও সদস্যরা পুরস্কার পেয়েছেন।