পাবনা পুলিশের কাজে সহায়াতাকারী আলিমকে হামলার প্রধান আসামী আরিফকে ২ দিনের পুলিশ রিমান্ডের আদেশ

স্টাফ রিপোর্টার ঃ পাবনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট-১ আমলী আদালতের বিজ্ঞবিচারক মোঃ কামাল উদ্দিন পুলিশের কাজে সহায়তাকারী আব্দুল আলিমকে হামলার আসামী গ্রেফতারকৃত সন্ত্রাসী আরিফকে গতকাল রবিবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানী শেষে ২ দিনে পাবনা জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। গত ২৩ জানুয়ারি পাবনা পুলিশ ঢাকা থেকে গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্তর এলাকা আরিফকে গ্রেফতার করেন। পরদিন ২৪ জানুয়ারি রাতে তাকে পাবনা নিয়ে আসা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত শনিবার আরিফকে আদালতে প্রেরণ করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা থানার এসআই ওবায়দুল করিম এ মামলার প্রধান আসামী আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। বিচারক রিমান্ড আবেদনের শুনানীর জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন। গতকাল রবিবার আদালতে এ বিষয়ে রিমান্ড আবেদনের শুনানী শেষে আদালত আসামী আরিফকে পাবনা জেল গেটে ২ দিনে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, পাবনার আরিফ বাহিনী প্রধান আরিফের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে আগ্নেস্ত্রের লাইন্সেস তৈরী করে অবৈধভাবে অস্ত্র কেনা, মাদক ব্যবসা, চুরি, জমি দখল, চাঁদাবাজি,টেন্ডারবাজী, প্রতারণা, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।