সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার সিংড়া কোর্টমাঠে পুনর্মিলনী আয়োজন করে সিংড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম। বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা কাউন্সিলর দেদার হায়াত বেনু, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন আল আজাদ ছানা, সাবেক ছাত্রলীগের সভাপতি হারুন অর রশিদ। উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বর্তমান পৌর ছাত্রলীগের সভাপতি জুনাইদ হাসান জয়, সাধারন সম্পাদক বনী ইসরাঈল বাপ্পিসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হক বকুল। পরে সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক কে গণসংবর্ধনা প্রদান করে ছাত্রলীগ। এর আগে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ন্যাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করে শামিম, মরিচিকা ব্যান্ড জুয়েল এবং মধু হই হই ইমরানসহ স্থানীয় শিল্পীরা।