হঠাৎ চাউলের মূল্য বৃদ্ধি, সবজির বাজারে অস্থিথিশীল অবস্থা হওয়ায় ক্যাবের উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার মাসিক সভা গতকাল দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ হঠাৎ চাউলের মূল্য বৃদ্ধি ও সবজির বাজারে অস্থিথিশীল অবস্থা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। বক্তাগণ বলেন ঢালার চর এক্সেপ্রেস এর নাম পুর্বের পাবনা এক্সেপ্রেস করা পাবনা বাসাীর দাবী। এটা বাস্তবায়ন করতে হবে।
ক্যাবের সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মসিক সভায় বক্তব্য দেন ক্যাবের দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, কার্যকরী সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ একে মীর্জা শহিদুল ইসলাম, অধ্যক্ষ মনিরা পারভীন, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ওয়াই ডাব্লিউসিএ সেক্রেটারী হেনা গোস্বামী, মাহবুবা কাজল,প্রচার সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ। সভা শেষে ক্যাবের সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলমের ছোট ভাইয়ের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান। এ সময় ক্যাব নেতৃবৃন্দ সহ মাইটিভির জেলা প্রতিনিধি মজিবুল হক লাজুক, আর কে আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।