মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানে জেলা পুলিশের উদ্যাগে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে ২৫ জানুয়ারী শনিবার পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ পুলিশ প্রধান, ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে। বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। অনুষ্ঠানে বিশিষ্টজনরা আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ গ্রহণ করবেন। বাংলাদেশ পুলিশ প্রধান, ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), সদা হাস্যজ্জোল, নিজ যোগ্যতা ও অভিজ্ঞতার বলে কর্মজীবনে অনেক প্রশংসা কুড়িয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। বিসিএস ৮৪ ব্যাচের। ওই ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বোচ্চ ডিগ্রী নেয়ার পর ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যোগদান করেন। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার। জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সুদান, কসোভো, সিয়েরালিয়ন ও ক্রোয়েশিয়ায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অতিরিক্ত আইজি সিআইডি, পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।