আটঘরিয়ার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মো. জিল্লুর রহমান রানা
পাবনার আটঘরিয়া উপজেলার সদর দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিেিযাগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিদ্যালয়ের ছায়ানিবিড় মাঠে দিনব্যাপী এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।

সকালে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাঙ্গা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহজাহান আলী, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাঈদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রারানী মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শিউলি আহম্মেদ। প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন খানের আমন্ত্রনে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, অটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেন বাবু, আটঘরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গোলাম সরোয়ার। প্রতিযোগীতায় ২৫টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৬ শাতাধিক শিক্ষার্থী অংশ নেয়।